রায়পুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেয়ার
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় তিন হাজার আটশ’আশি জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্জন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহানুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা মো. এমদাদুল হক , যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেছা পান্না, আইসিটি অফিসার শুভ্রজিৎ রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলামসহ প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.