ডায়রিয়ার প্রকোপ বেড়েছে তজুমদ্দিনে

শেয়ার

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি

তজুমদ্দিন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছ। হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনেক পিতা-মাতা শিশুকে নিয়ে হাসপাতালে আসলেও বারান্দার মেঝেতেই স্থান হয়েছে। রোগীদের অভিযোগ, ওয়ার্ডের ভেতরে রোগীরা মলত্যাগ করতে পারে- এ কারণে তাদের ভেতরে রাখা হচ্ছে না।

হাসপাতাল সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৫৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তারমধ্যে গত তিন দিনে বৃদ্ধির হার অনেক বেশি। ৬-৮ এপ্রিল পর্যন্ত ভর্তি হয়েছে কমপক্ষে ২৭ রোগী। এছাড়াও এ প্রতিবেদন প্রস্তুতকালে ৯ এপ্রিল শনিবার দুপুর ২ টা পর্যন্ত ৭ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এমন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর মধ্যে প্রায় ৭০-৮০ ভাগই শিশু।

নদী তীরবর্তি এ উপজেলায় দাবদাহের কারণে দিন দিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। এতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি আছেন। শয্যা খালি না থাকায় মেঝেতে রেখেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেখানে বৈদ্যুতিক পাখা না থাকার কারণে গরমে নাজেহাল হচ্ছেন রোগীরা। হাসপাতালের পরিবেশ স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর বলেও রোগীদের অভিযোগ। শনিবার (৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের বাইরের বারান্দায় রোগীদের ভিড়। একদিকে গরম অন্যদিকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দূরদূরান্ত থেকে আসা রোগীর স্বজনরাও পড়েছেন চরম বিপাকে।

হাসপাতালের নার্স মার্জিয়া ইসলাম জানান, প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবে স্যালাইন ও ওষুধসহ প্রথমিক চিকিৎসা দেওয়া হলে অধিকাংশ রোগীর অবস্থার উন্নতি হচ্ছে।
মেডিকেল অফিসার ডাঃ আফতাব উদ্দিন খান বলেছেন, শীত থেকে আবহাওয়া পরিবর্তন হয়ে গরম এসেছে। এখন গরম যত বাড়ছে, ডায়রিয়া রোগীও তত বাড়ছে। তৃষ্ণা মেটাতে মানুষ বাইরের বিভিন্ন ধরনের পানীয় কিংবা শরবত খাচ্ছেন। এর ফলে তারা পানিবাহিত এ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন। তবে, কয়েকদিন পরে এ সংখ্যা আরাে বাড়তে পারে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় গরমে সহজেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুদের ডায়রিয়া প্রতিরোধে নিতে হবে বাড়তি সতর্কতা। এই মৌসুমে বাসি তরমুজ, পুকুরের পানি, খোলা শরবত ইত্যাদি পানাহারে ও পয়নিষ্কাশনের বিষয়ে বেশ সতর্ক থাকতে হবে।

এসময় ডায়রিয়ায় আক্রান্ত হলে স্বাভাবিকভাবেই সুস্থ্য হতে ৫-৭ দিনের বেশি সময় লাগে। হাসপাতালে সয্যার চেয়ে রোগী ভর্তির সংখ্যা বেশি হওয়ায় অনেক রোগীকে বারান্দায় থাকতে হচ্ছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.