চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের ৬ জন ঘুমিয়ে ছিলেন, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা

শেয়ার

চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের ৬ জন ঘুমিয়ে ছিলেন। এই ঘুমের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরা সবাই বরিশাল হোটেলের কর্মী বলে জানা গেছে।

এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার কর্মীরা।

এদিন দুপুর ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ঢাকা সদরের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অগ্নিকাণ্ডের শুরুর দিকে হয়তো তাদের মৃত্যু হয়েছে। নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের সনাক্ত করা যায়নি।

আগুনে পুড়ে মরদেহের হাড় কয়লা হয়ে গেছে। তবে এদের মধ্যে এক জনের চেহারা দেখলে কিছুটা বুঝা যায়।

ডিএনএ টেস্টের জন্য মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভবনের ভেতরে এখনো অভিযান চলছে বলে জানান মো. বজলুর রশিদ।

নিহতরা হলেন- হবিগঞ্জের স্বপন সরকার (২২), বরিশাল মুলাদি থানার বাসিন্দা বেলাল সরদার (৩৫), কুমিল্লার চান্দিনা উপজেলার মো. শরীফ (১৫), মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা রুবেল হেলাল, শরিয়তপুরের আব্দুল ওহাদ ওসমান (২৫) ও বরিশালের হিজলা উপজেলার মোতালেব (১৬)।

ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মো. জাফর হোসেন জানান, উদ্ধার মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.