নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

শেয়ার

মো.বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর প্রত্যেক উপজেলা কোরান খতম , মিলাদ মাহফিল , কাঙ্গালী ভোজ আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

নোয়াখালী পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব সহিদ উল্যাহ খাঁন সোহেল কোরান খতম কাঙ্গালী ভোজ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পৌরসভা প্রাঙ্গনে শোক দিবস পালন করেছেন।

সেনবাগের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে মিলাদ মাহফিল,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. সহিদুল আলম ( জসীম) পরিচালনায় করেন শোক দিবস কমিটির গনিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ কুমার , ভৌমিক, বিজবাগ এন. কে উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা বিজবাগ নবকৃষ্ঞ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শোক সভায় অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক দীন মোহাম্মদ , বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন । বেগমগঞ্জের মালেক উকিল মেডিকেল কলেজে শোক দিবস পালিত হয়েছে ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ৩ ( বেগমগঞ্জ) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি মো. মামুনুর রশীদ কিরণ সভাপতিত্ব করেন কলেজে অধ্যক্ষ ডাঃ আবদুছ ছালাম সোনাইমুড়ী সেনবাগ ( আংশিক) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি মোর্শেদ আলম ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ তার এলাকায় ১০ টি গরু দিয়ে শোক সভা কাঙালী ভোজের আয়োজন করেন।

সোনাইমুড়ী অম্বরনগর ইউনিয়নে আ. লীগ নেতা আক্তার হোসেন দুলুর আয়োজনে ব্যাপক ভাবে পালিত হয়েছে । বিকালে অম্বরনগর উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শোক দিবসের সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড আ. লীগ সভাপতি বীরমুক্তি যোদ্ধা আবদুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম নোমান, বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড আ. লীগ সাধারণ সম্পাদক মনির হোসেন খোকন, চাটখিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। সেনবাগের বিজবাগ ইউপি চেেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.