কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার আয়োজন

শেয়ার

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল: লক্ষ্মীপুরের কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কমলনগরের ব্যানারে শুক্রবার উপজেলার হাজির হাটের নবাব হোটেলে এন্ড রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কমলনগর শাখার সহ সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতি কমলনগর উপজেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা উপদেষ্টা পরিষদ সদস্য এ আর হাফিজ উল্লাহ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশনের অন্যতম নেতা সাবেক কমলনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষাবিদ মাওলানা নূর উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি আবদুর রহমান সেলিম (প্রশি),

কমলনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান(প্রশি),শিক্ষক নেতা মোহাম্মদ মাকছুদুর রহমান( প্রশি) ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আবুল খায়ের (সুপার),অধ্যাপক মিজানুর রহমান, মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমানত উল্লাহ কবির, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইউসুফ (স্বতন্ত্র্ ইবতেদায়ী শিক্ষক নেতা),জেলা ইবতেদায়ী শিক্ষক ফেডারেশন সভাপতি সাংবাদিক মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ প্রমুখ।

ফেডারেশনের কমলনগরের অন্যতম সদস্য শিক্ষক নেতা মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষক সমিতি কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মুহাম্মদ ইউনুছ, উপাধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ ছিদ্দিক, মাওলানা মোঃ আবুল বাসার(সুপার),মাওলানা নেছার আহমেদ (প্রশি)আবু ছায়েদ (প্রশি),শফিকুল ইসলাম কামাল (প্রশি),প্রভাষক মাওলানা হারুনুর রশিদ, সহকারি শিক্ষক মিজানুর রহমান মিজান,জহিরুল ইসলাম,মাওলানা আরিফ হোসাইন, মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা রেদওয়ান,আল আমিন, মামুনুর রশীদ, আবদুল্লাহ ফারুক জুয়েল, মহিন উদ্দিন,আবদুর রাজ্জাক, মোহাম্মদ রিয়াজ উদ্দিন,মাওলানা আবদুর রব (ইবতেদায়ী সশি)প্রমুখ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা আদর্শ শিক্ষকের গুণাবলি তুলে ধরে দেশব্যাপী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষার্থীদের মাঝে একজন আদর্শ শিক্ষকের করণীয় দায়িত্ব ও সমাজ বিনির্মাণে শিক্ষকের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়া সকল স্তরের শিক্ষকের ন্যায্য অধিকার দাবি ও যথাযথ সম্মান নিশ্চিত করণে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য,কমলনগর উপজেলা প্রাথমিক,মাধ্যমিক, সকল স্তরের মাদরাসা, কলেজ সমুহের শিক্ষকদের নিয়ে গঠিত বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কমলনগর উপজেলা শাখার দু’শতাধিক শিক্ষক ইফতার আয়োজনে অংশ নেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.