জাতিসংঘের বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহারের নিয়ম

শেয়ার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ সাতটি বাংলা ইউনিকোড ফন্ট চালু করেছে। বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে প্রথম ফন্টটি চালু হয়েছিল ২০২০ সালে। ক্রমশ ইন্টারনেটে বাড়ছে বাংলা ভাষার ব্যবহার। আর সে কথা মাথায় রেখেই বাংলা ফন্টের আরও সাতটি ইউনিকোড চালু করল প্রতিষ্ঠানটি।

কীভাবে কম্পিউটারে জাতিসংঘের বাংলা ফন্ট ব্যবহার করবেন?

কম্পিউটার ওপেন করে প্রথমেই স্টার্ট অপশনে যান।
সেখানে গিয়ে কন্ট্রোল প্যানেল অপশনে ঢুকে চলে যান রিজিওনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে ল্যাঙ্গুয়েজ ট্যাবে ক্লিক করেন।
এবার সাপ্লিমেন্টাল ল্যাঙ্গুয়েজ সাপোর্টের আওতায় ‘ইনস্টল ফাইলস ফর কমপ্লেক্স স্ক্রিপ্ট অ্যান্ড রাইট টু লেফট ল্যাঙ্গুয়েজ’-এ গিয়ে চেক মার্ক করতে হবে। এরপর ‘ওকে’ অপশনে ক্লিক করতে হবে।
সময় মতো কম্পিউটারটি রিস্টার্ট করতে ভুলবেন না যেন।

কম্পিউটারের ডিফল্ট ভাষা ছাড়াও অন্য ভাষা ব্যবহারের অপশন তো সিলেক্ট করা হল। এবার ল্যাঙ্গুয়েজ কি-বোর্ড কীভাবে সেটআপ করবেন দেখে নিন। এর জন্য স্টার্ট অপশনে গিয়ে ফের কন্ট্রোল প্যানেলে যান।
সেখান থেকে পৌঁছে যান রিজিওনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনে।
ল্যাঙ্গুয়েজ ট্যাবে গিয়ে এবার টেক্স সার্ভিস এবং ইনপুট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে।
সেখানে ইতিমধ্যেই ইনস্টল করা সার্ভিস মেনুতে গিয়ে অ্যাড অপশনে ক্লিক করতে হবে।
এবার ইনপুট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি অপশনটি বেছে নিতে হবে।

এবার কিবোর্ড লেআউট বা আইএমই-তে গিয়েও বেঙ্গলি (ইনস্ক্রিপ্ট) অপশনটি সিলেক্ট করতে হবে।
এই পদ্ধতি অনুসরণ করলে আপনার কম্পিউটারে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও এনেবল হয়ে যাবে। চাইলেই এবার বাংলা ভাষায় লেখালিখি করতে পারেন আপনার পিসি থেকেই। তবে ভাষা সিলেক্ট তো হল। এবার ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি ভাষায় যাতায়াত করবেন কী ভাবে? তারও রয়েছে সহজ উপায়। কী করবে তার জন্য?

ডেক্সটপের একেবারে নিচে যে ল্যাঙ্গুয়েজ বার থাকে, সেখানে গেলে দেখবেন, আপনার পছন্দ করা দুইটি ভাষাই দেখাচ্ছে।
সেখান থেকে পছন্দের ভাষাতে ক্লিক করলে সেই ভাষাটি এনেবল হয়ে যাবে।
কি-বোর্ডেও রয়েছে ভাষা পরিবর্তনের সহজ শর্টকাট।
শিফট আর অল্ট কি একসঙ্গে প্রেস করুন। দেখবেন মুহূর্তে বদলে গিয়েছে ভাষা।

কম্পিউটার এবং ফোনে ক্রমশ বাড়ছে বাংলা ভাষা ব্যবহারের প্রবণতা। এতদিন পর্যন্ত কম্পিউটারে ইউনিকোডের একটিই মাত্র ফন্ট ব্যবহার করা যেত বাংলা ভাষার। তবে এবার তার সঙ্গে যোগ হল আরও সাতটি ফন্ট। এবার সেসবের মধ্যে থেকেও পছন্দের ফন্ট বেছে নিতে পারবেন ইউজারেরা। ভাষার মাসে এর চেয়ে ভালো উপহার আর কী-ই বা হতে পারে বলুন তো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.