ভোলা প্রতিনিধি:
ভোলা-৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।
রোববার রাতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।