২৫ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ

শেয়ার

২৫ অক্টোবর এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। গ্রহণ হবে মোট ৪ ঘণ্টা ৩ মিনিট। পঞ্জিকা অনুযায়ী সূর্য গ্রহণ ২৫ অক্টোবর বিকাল চারটা থেকে। শেষ হবে রাত আটটা তিন মিনিটে।  এর আগে এ বছরে ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। চলতি বছরের উভয় সূর্যগ্রহণই আংশিক গ্রহণ।

বাংলাদেশ থেকে এই গ্রহণ আশিংক দেখা যাবে। সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরল রেখাতে  যখন অবস্থান নেয় তখন সূর্যগ্রহণের সৃষ্টি হয়।

জ্যোতিষ বিজ্ঞানীরা জানান, চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশি হয়।

সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত না। সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর।  সূর্যগ্রহণ দেখতে হয় টেলিস্কোপ বা সোলার ফিল্টার দিয়ে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.