সরকারি হচ্ছে দুই মাদরাসা

শেয়ার

অবশেষে ২টি মাদরাসা সরকারি হচ্ছে। সরকারিকরণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামের ২৮ প্রতিষ্ঠান অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ জানুয়ারি অনুমোদন দেয়া এ মাদরাসা দুটি হলো: পঞ্চগড় সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসা এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসা। ১৯৪৭ খ্রিষ্টাব্দের আগে থেকে সরকারি আলিয়া মাদরাসা মোট তিনটি। এখনও তাই রয়েছে। নতুন দুটো যুক্ত হলে মোট পাাঁচটি হবে।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৮ প্রতিষ্ঠান সরকারিকরণের বিষয়ে অনুমোদনের বিষয়ে জানিয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.