শিশু ধর্ষণের মামলায় তরুণের যাবজ্জীবন

শেয়ার

 রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে সাত বছর বয়সি শিশুকে ধর্ষণের মামলায় নাদিম ইসলাম (২১) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের পেশকার মহব্বাত হোসেন জানান, আসামি নাদিমের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক। তিনি ভুক্তভোগী ওই শিশুর বাবার ট্রাক্টর চালাতেন। এ জন্য বাড়িতে যাতায়াত ছিল। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সকালে সে বাড়িতে প্রথম শ্রেণি পড়ুয়া ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুর চিৎকারে তার মা এবং প্রতিবেশীরা নাদিমকে ধরে ফেলেন। এ নিয়ে শিশুর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার পর আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.