রামগঞ্জে পোল্ট্রি খামারের গন্ধে বিপাকে শতাধিক মানুষ

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মুরগির খামারের উৎকট গন্ধে ভোগান্তি পড়েছেন ৫০টি পরিবারের শিশুসহ ৫শতাধিক নারী পুরুষ। ভুক্তভোগীরা উপজেলার দরবেশপুর ইউনিয়নের মধ্য আলীপুর গ্রামের করিম উদ্দিন ব্যাপারী বাড়িতে। পরিবেশ আইন অমান্য করে স্থানীয় জহিদুল ইসলাম নামের জনৈক ব্যাক্তি গায়ের জোরেবসত বাড়ির ভিতর খামার স্থাপন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এতে করে প্রতিনিয়দ বৃদ্ধ, শিশু সহ একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন।

পোল্ট্রি খামারটি অবসারণের জন্য রবিবার (২৮ এপ্রিল) ভুক্তভোগী মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার, সকালে সরেজমিনে গেলে জানা যায়, মধ্য দরবেশপুর গ্রামের করিম উদ্দিন ব্যাপারী বাড়ির মৃত সফি উল্ল্যার তিন ছেলে জহিরুল ইসলাম, কবির হোসেন, ওমর ফারুক বাড়িতে মুরগির খামারটি গড়ে তোলা হয়েছে। দক্ষিণা বাতাসে খামারের মুরগির বিষ্ঠার উৎকট গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। এতে দুর্গন্ধের কারণে বৃদ্ধ ও শিশু শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে একাধিক শিক্ষার্থীও রয়েছে।

এছাড়াও খামারের দুর্গন্ধে সাভাবিক জীবন যাপন, খাওয়া দাওয়াসহ মেহমান আপ্পায়নেও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ভুক্তভোগীদের মোঃ ইসমাইল হোসেন, আব্দুর রহমান, সুমন হোসেন, ইউছুফ হোসেন, আব্দুস সাত্তার, হারুনুর রশিদ, বজু আহমেদ, মানিক হোসেন, সৈয়দ আহমেদ, হানীফা আক্তার, আব্দুল হান্নান। তারা জানান, দীর্ঘদিন তারা দিন ভাই বিভিন্নভাবে পেশী শক্তির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বসত বাড়িতে মুরগির খামার করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে। আমরা চাই খামারটি অপসারণ করে অন্যত্র দূরে নিয়ে যাওয়া হোক। উপজেলা প্রশাসন, চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান, আমার দুটি বাচ্চা শ্বাস কষ্টে অসুস্থ হয়ে পড়েছে। মুরগির উৎকট গন্ধে ঘরে থাকার উপায় নাই। এদিকে খাওয়া দাওয়ার ব্যাপক সমস্যা হচ্ছে। এমন অবস্থায় চলতে থাকলে আমরা অসুস্থ হয়ে মরে যাবো।

আপনি পরিবেশের আইন মেনে খামার তৈরি করেছেন কিনা জানতে চাইলে অভিযুক্ত জহিদুল ইসলাম জানান, পরিবেশের আইন বুঝিনা। তারাও পূর্বে খামার করছে তাই আমরাও করেছি। এদিকে প্রতিদিন পরিষ্কার করলে আর গন্ধ বের হয় না। গত সপ্তাহ আমার শাশুড়ী মারা যাওয়ার কারনে পরিষ্কার করতে পারিনি। সেজন্য খামারের দুর্গন্ধ আশপাশ ছড়িয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.