লক্ষ্মীপুরে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান:

লক্ষ্মীপুরে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২০)মে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে লাহারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলীয় নিত্য অংশগ্রহণ করে এবং গান পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপ-উপাচার্য (শিক্ষা) ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন নূর আলম। এছাড়া ও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আব্দুল গফুর, (সাবেক প্রধান শিক্ষক)পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়, আলমগীর হোসেন রাজু
বিশিষ্ট ব্যবসায়ী ও আজীবন দাতা সদস্য, পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়,মোরশেদ আলম সবুজ সভাপতি, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ, লক্ষ্মীপুর পৌরসভা, মোঃ বেল্লাল উদ্দিন ভূঁইয়া (সাধারণ সম্পাদক, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ) লক্ষ্মীপুর পৌরসভা, আনিস কবির অভিভাবক সদস্য, পরিচালনা কমিটি পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানটিতে ছাত্র-ছাত্রী অভিভাবক এবং সাধারণ মানুষসহ ১০০০ জন মানুষ উপস্থিত হয়।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন,পরিবার হলো সবচাইতে বড় স্কুল, মা-বাবা হলো সবচাইতে বড় শিক্ষক , দক্ষতা যদি বাড়াতে হয় তাহলে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসন নূর আলম বলেন,আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট শ্রেণিকক্ষ করার কাজ শুরু করে দিয়েছে, শীঘ্রই আমদের ছাত্র- ছাত্রীরা স্মার্ট শ্রেণিকক্ষে ক্লাস করার সুযোগ পাবে।

মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় এজন্য আমরা নতুন ভবন করার চিন্তা করেছি ইতিমধ্যে আমরা ভবন নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি তারা আমাদের সার্বিক সাহায্য করবেন জানিয়েছেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া (সভাপতি পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয় ও মেয়র, লক্ষ্মীপুর পৌরসভা, সঞ্চালন করেন মুরাদ হোসেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.