লক্ষ্মীপুরে খেলাঘর আসরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

খেলাঘর কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে তিনটায় খেলাঘর লক্ষ্মীপুর জেলা কমিটির আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তনে জেলা কমিটি ও জেলা কমিটির আওতাধীন শাখা আসরসমূহের সমন্বয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি প্রফেসর মাইন উদ্দিন পাঠান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য শিশির চক্রবর্তী। সভার শুরুতে প্রয়াত প্রেসিডিয়াম মেম্বার জিয়া উদ্দিন জিয়া ভাইয়া স্বরণে এক নিরবতা পালন শেষে শোক প্রস্তাব পড়ে শোনান জেলা কমিটির শিহাব। আলোচনায় অংশ নেন সবুজসেনা খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার রায়, ধানসিঁড়িটি খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক কাজল ভূইয়া, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য খোদেজা বেগম, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ও সবুজ সেনা খেলাঘর আসরের সিনিয়র সহসভাপতি আলিম উল্যা পিন্টু প্রমুখ।

সভায় শিশু অধিকার বাস্তবায়নে খেলাঘরকে তার অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রীতি ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে জাতীয় মুক্তি সংগ্রামের চেতনার আলোকে শিশু কিশোরদের অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিক বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কেন্দ্র থেকে গৃহীত কর্মসুচীকে সকল শিশুর মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.