লক্ষ্মীপুরের নিরাময় হাসপাতাল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:
নারী স্টাফদের সঙ্গে দীর্ঘদিন থেকে অনৈতিক কর্মকান্ড জড়িত রয়েছেন নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ডাক্তারগণ।

সংবাদটি একটি অনলাইন পত্রিকায় প্রকাশের পর বিষয়টি নজরে আসে লক্ষ্মীপুর চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র বিচারক মো. তারেক আজিজের।

এরপর তিনি স্বপ্রণোদিত হয়ে গত মঙ্গলবার (৩১ মে) অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন জেলার রায়পুর থানা পুলিশকে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আদালতকে বিষয়টি অবহিত করার আদেশ দেন ওই বিচারক। বিষয়টি চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্তরা হলেন, জেলার রায়পুর উপজেলার নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক মিজান মুন্সি, ডাক্তার আসাদুজ্জামানসহ অজ্ঞাত আরো কয়েকজন।

আদালত সূত্র জানায়, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশের নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত নারী স্টাফদের সঙ্গে দীঘদিন যাবত অনৈতিক কর্মকান্ড জড়িত হাসপাতালের মালিক মিজান মুন্সি ও ডিউটি ডাক্তার আসাদুজ্জামান।

ঘটনার তারিখ ও সময়ে প্রকাশিত আপত্তিকর সিসিটিভি ফুটেজের বিষয়ে হাসপাতালের মালিক স্বীকার করে সংশ্লিষ্ট পত্রিকায় তার বক্তব্য প্রদান করেছেন। প্রতিকার প্রতিবেদনে অভিযুক্ত স্টাফ তর্কিত ঘটনা ছাড়াও একই ঘটনা ইতিপূর্বেও বহু স্টাফদের সঙ্গে হয়েছে বলে কথা বলেছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.