রায়পুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: 

লক্ষ্মীপুরের রায়পুরে “স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হলো ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আজ বুধবার (২ এপ্রিল) প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, ছাগল বিতরণ এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

সমাজকর্মী রুপম সাহার সঞ্চালনা ও সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকুর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার (২৭তম বিসিএস) মো: মোস্তফা শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান গাজী আমিন উল্যা, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মাইনুদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা ইব্রাহিম হোসেন সুমন এবং মানবিক কাজের অগ্রদূত পরান বাহাদুর। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লি চিকিৎসক আহসান কবির মিলন, বিশিষ্ট ব্যবসায়ী রাকিব পাটোয়ারী, শিবলু, এবং প্রবাসী রিয়াজ হোসেন খান।

আলোচকগণ প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের সামাজিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। বিশেষজ্ঞরা বলেন, অটিজম সচেতনতা বৃদ্ধি ও প্রতিবন্ধীদের সচেতন করে তোলার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, দিবসটি পালনের মাধ্যমে সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুষ্ঠু জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.