রামগঞ্জে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্ভোধন করলেন এমপি আনোয়ার খান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে জনগুরুত্বপূর্ন দুইটি সড়ক ও জিয়াউল হক স্কুল এন্ড কলেজের উদ্ভোধন করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড.আনোয়ার খান।

আজ মঙ্গলবার (৫জুলাই) সকাল ১০টায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যায়ে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের খলিফার দরজা থেকে বরিয়াইশ বাজার পর্যন্ত দুই কিলোমিটার ও বরিয়াইশ ব্রীজ থেকে নোয়াগাঁও পর্যন্ত দেড় কিলোমিটার এ সড়ক দুইটি ফিতা কেটে উদ্ভোধন করা হয়। এরপর দুপুর ১২টায় জিয়াউল হক স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মানের উদ্ভোধন করেন এমপি আনোয়ার খান।

এছাড়াও বিকেল ৪টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবনিময় সভায় শিক্ষকদের মাঝে ঈদ উপহার প্রদান করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে ও সাবেক মেয়র বেলাল আহমেদ এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড,আনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, ওসি মোঃ এমদাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন (দেওয়ান বাচ্চু), মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, সোহেল পাটোয়ারী, মিজানুর রহমান, জাবেদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু,উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ন আহবায়ক দেওয়ান ফয়সাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ঈদ উপহার হিসেবে ১৯৬ জন প্রধান শিক্ষকদেরকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রধান করেন এমপি। এছাড়াও একই দিন দুপুর ২টায় উপজেলা পরিষদ মাঠে কৃষি মেলার শুভ উদ্ভোধন করেন এমপি ড.আনোয়ার খান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.