রামগঞ্জে আওয়ামীলীগ নেতার উপর হামলা, ছাত্রলীগ ও যুবলীগের সংবাদ সম্মেলন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ভূইঁয়ার উপর অতির্কিত হামলার অভিযোগ উঠেছে কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার রাত ৮ টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হযরত শাহমিরান দরগা বাড়ির উত্তরে চইয়াল বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাতেই গোলাম মোস্তফা ভুইঁয়া বাদী হয়ে কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাছেল মাহমুদ রাজ, সাধারণ সম্পাদক নাহিম হোসেন,যুবলীগের নেতা মোর্শেদ আলমসহ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন৷

এদিকে মঙ্গলবার দুপুরে হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ।

দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, কাটাখালী থেকে বাড়ি ফেরার পথে দরগা বাড়ির উত্তরে চইয়াল বাড়ির সামনে মেইন সড়কে পৌঁছালে তার মোটর সাইকেলের গতিরোধ করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ রাজ, সাধারন সম্পাদক নাহিম হোসেন, ইউনিয়ন যুবলীগের নেতা মোরশেদ আলম নেতৃত্বে কয়েকজন মিলে তাঁকে এলোপাতাড়ি কিল গুষি লাথিসহ শ্বাসরোধ হত্যা চেষ্টা করেন।
গোলাম মোস্তাফা ভূইয়ার আত্ব-চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী মারাত্মক আহত গোলাম মোস্তফা ভুঁইয়াকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন৷ এঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে উঠে ইউনিয়নটির সর্বস্থরের জনগন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

মোস্তফা ভুইঁয়া ছেলে শাহ পরান বলেন, আগামী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আমার বাবা সভাপতি প্রার্থী। এটাকে কেন্দ্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির মোল্লার ইন্ধনে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি আরো জানান৷

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা বিষয়টি অস্বীকার করে বলেন,মোস্তফা ভুঁইয়ার মত একজন প্রবীন আওয়ামীলীগ নেতার উপর হামলার তীব্র নিন্দা জানাই। অভিযুক্ত নেতাকর্মীরা এঘটনার সাথে জড়িত নয় দাবী করে তিনি আরো বলেন, হামলাকারীদের মধ্যে দলের কোন নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা ও অধিকতর তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন তিনি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন খাঁন বলেন, আমি ঢাকায় আছি। শুনেছি ছাত্রলীগের সভাপতি উপর হামলা হয়েছে।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় গোলাম মোস্তফা ভুঁইয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.