রামগঞ্জের প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলা শহরের প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে মেডিকেল, প্র্যাকটিস, বে-সরকারী ক্লিনিক ল্যাবরটরি নিয়ন্ত্রন আইন ও ভোক্তা অধিকার আইনে রামগঞ্জ স্কয়ার হাসপাতাল ১০ হাজার, মেডিকা স্পেশালাইজ হাসপাতাল ৫ হাজার, সাগর মেডিকেল সার্ভিসেস ২হাজার, আল-ফারুক হাসপাতাল ১০ হাজার, ফেমাস হাসপাতাল ১০ হাজার, উপশম হাসপাতাল ৭ হাজার, বায়োপ্যাথ জেনারেল হাসপাতাল ১০ হাজার টাকা জরিমানা করেন৷ এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রামগঞ্জ স্কয়ার হসপিটাল বন্ধ করে দেয়া হয়৷

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার ও নির্বাহী কর্মকর্তা অফিসের সহকারী অফিসার আনোয়ার কবির৷
এ সময় নিরাপত্তা সহায়তা প্রদান করেন রামগঞ্জ থানা পুলিশ৷

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে কোন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারকে তাদের কার্যক্রম চালিয়ে যেতে দেয়া হবে না। অন্যথায় অভিযুক্ত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পুরোপুরি বন্ধ করে দেয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.