মোহাম্মদ হাশেম পদক পেলেন নোবিপ্রবি উপাচার্য

শেয়ার

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট মোহাম্মদ হাশেম পদক-২০২৪ পেলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য এ পদক প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে লোকগীতির বরেণ্য গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হাশেম লোক উৎসবের শেষদিনে আনুষ্ঠানিকভাবে নোবিপ্রবির উপাচার্যকে এ সম্মাননা দেয়া হয়েছে।

সম্মাননা স্মারক তুলে দেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্টার মোহাম্মদ জসীম উদ্দিন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.