ডুমুরিয়ায় ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেয়ার

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর আওতায় পিজি ও নন পিজি সদস্যদের ব্যবসা পরিকল্পনা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আশরাফুল কবির , প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার সায়রা শুলশান, এছাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিস স্টাফ’রা সাংবাদিক সহ প্রমুখ। প্রতি ব্যাচে ৪০ জন করে ১৬(ষোলটি) বেচে মোট ৬৪০ জন প্রান্তিক খামারি ও নন পিজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসার আশরাফুল কবির বলেন, খামারিরা যাতে একটি আদর্শ ব্যবসা শুরু করে একজন সফল উদ্যোক্তা হতে পারেন। ব্যবসায় পরিকল্পনা, মূলধনের ব্যবস্থা, আয় ব্যয়ের হিসাব, নথীপত্র সংরক্ষণ এবং ঋণ প্রাপ্তির বিষয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.