বিশ্ববাসীর চোখ ট্রাম্পের শপথানুষ্ঠানের দিকে

শেয়ার

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক:

দুই মাসের বেশি সময় অপেক্ষার পর এবার মহাসম‍ারোহে ওয়াশিংটনের ক্যাপিটল হিল ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ‍ানুষ্ঠান।

স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ অভিষেক অনুষ্ঠানে প্রায় ৯ লাখ মানুষ যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

অভিষেক অনুষ্ঠানে উপলক্ষে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার অংশ হিসেবে হোয়াইট হাউজ এবং তার আশপাশের এলাকার আকাশে চলবে হেলিকপ্টার মহড়া। এ অনুষ্ঠানকে ঘিরে শুধু আমেরিকানরা নয়, গোটা বিশ্ববাসীর তুমল আগ্রহ রয়েছে।

দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক উপলক্ষে রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।

এছাড়া ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের পাশে একটি গির্জায় প্রার্থনা করবেন। পরে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে কফি পান করবেন। এ সময় এ দুই দম্পতি ক্যাপিটল হিলে মোটরশোভা যাত্রায় অংশ নেবেন।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে ডেমোক্র্যাটি পার্টির প্রার্থী হিলারী ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.