প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া সম্ভব, আনোয়ার খান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া সম্ভব বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এমপি আনোয়ার খান এ কথা বলেন।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

তিনি বলেন, ’৭১ এর পরাজিত শক্তি অতীতেও অনেকবার মাথাচাড়া দিয়ে উঠেছিল। যখনই সুযোগ পায় তখনই মাথাচাড়া দিয়ে উঠতে চায়।

কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭১ এর পরাজিত শক্তিতে দমন করা হয়েছে।
‘‘আমরা যে বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, সেই বাংলাদেশ গড়ার জন্য শুধু কিনারায় এসে দাঁড়িয়েছি। এখন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেই অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আ. ক. ম. রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.