কমলনগরে মুজিব নগর দিবসে আলোচনা

শেয়ার

লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের কমলনগরে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বরিবার (১৭ এপ্রিল) উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কেএম নুরুল আমিন মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সফিক উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি কর্মকতা আতিক আহম্মেদ, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকতা ডা. আকতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মৎসা কর্মকতা আবদুল কুদ্দুছ,আনসার ভিডিপি কর্মকতা শাহিন আক্তার,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও উপজেলার বিভিন্ন কর্মকতাবৃন্দ।

বক্তারা বলেন- আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আরকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায় সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.