প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্ব ও প্রবাসীদের শ্রমের কারণে বাংলাদেশ দেউলিয়া হয় নাই

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব ও প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থের কারণে বাংলাদেশ দেউলিয়া হয় নাই।
“প্রবাসে বানিয়াচং ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে উপরোক্ত মন্তব্য করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

এ সময় তিনি আরও বলেন, করোনার ধাক্কায় ইতিমধ্যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তান দেউলিয়া ঘোষণার বাকী।

পুরো সাউথ এশিয়া যেখানে আর্থিক সংকটে ভুগছে,সেখানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুদৃঢ় অবস্থানে রয়েছে। এর কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব ও আমাদের দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।
বক্তব্য প্রদানকালে ব্যারিস্টার সায়েদুল হক সুমন আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আরও বেশি বেশি গাছ লাগাতে হবে।

ইংল্যান্ড প্রবাসী আবুল কালাম আজাদ সম্পাদিত ‘প্রবাসে বানিয়াচং ” নামক গ্রন্থটি বিশ্বের নানান প্রান্তে অবস্থানরত বানিয়াচংয়ের প্রবাসীদের নিজেদের আনন্দ বেদনার লেখা নিয়ে সম্পাদিত করা হয়েছে।
এতে ৬১ জন প্রবাসীর লেখা ছাপানো হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুর ২টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে হ্য্যলো অক্সিজেন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আবু সালেখ আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক ছাত্রনেতা ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক ডা: ইশতিয়াক রাজ চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন আহমেদ, সাবেক ছাত্রনেতা শেখ শাহনেওয়াজ ফুল, কাতার প্রবাসী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, প্রভাষক শাহাবুদ্দিন প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.