নোয়াখালীতে কেরানী ও প্রধান শিক্ষক পরিচয়ে মুঠোফোনে সাংবাদিককে হয়রানি ও হুমকি

শেয়ার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে হাইস্কুলের কেরানি প্রধান শিক্ষক পরিচয়ে মুঠোফোনে সাংবাদিককে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে, জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন হাই স্কুল, একলাশপুর উচ্চ বিদ্যালয় ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেরানী পরিচয়ে অভিনব কায়দায় এক প্রতারক ০১৭১৭৫০২৯৮১ ব্যবহৃত মুঠোফোন হইতে, ০১৮৪৪৪৫৬৪০৬, ০১৮৩১৫৬৩৩৮৪ কল দিয়ে কখনো হাই স্কুলের কেরানী কখনো হাই স্কুলের প্রধান শিক্ষক পরিচয়ে বিজ্ঞাপন দেয়ার কথা বলে বিদ্যালয়ে যাইতে বলে জেলার পেশাদার সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার ইংরেজি দৈনিক কান্ট্রি টুডে ও জনপ্রিয় অনলাইন পোর্টাল পল্লী নিউজ এর জেলা সংবাদদাতা মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা (বুলবুল) ও সকলের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান কে উল্লেখিত ব্যবহৃত নম্বর থেকে অশালীন অসভ্য ভাষা গালমন্দ করে ও মুঠো ফোনে প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে সাংবাদিক গোলাম মোস্তফা বুলবুল বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানা ২৬ মে ডায়েরী করেছে। মডেল থানার ওসি মীর জাহেদুল হক ( রনি) জানান,অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.