নতুন লোগোতে নকিয়া

শেয়ার

ফিনল্যান্ড-ভিত্তিক টেক জায়ান্ট নকিয়া নিজের লোগো পরিবর্তনের পরিকল্পনা জানিয়েছে। প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবার এমন পদক্ষেপ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকার রয়েছে। এসব আকার একত্রিত হয়েই গঠন করেছে নকিয়া শব্দটি। আগের লোগোর আইকনিক ব্লু-এর বদলে কয়েকটি মিশ্র রঙ ব্যবহার করা হয়েছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্ক বলেন, আগে স্মার্টফোন নিয়ে কাজ করলেও এখন আমরা ব্যবসায় প্রযুক্তিভিত্তিক কোম্পানি।

২ মার্চ বার্সেলোনায় অনুষ্ঠেয় বার্ষিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিউসি) আগে তিনি এই তথ্য দিলেন। এই প্রতিষ্ঠানে কাজ শুরুর পর লুন্ডমার্ক তিনটি ধাপে কৌশল নির্ধারণ করেন। তিনি এখন দ্বিতীয় ধাপের শুরুতে রয়েছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.