দেড় শতাধিক মানুষকে শীতবস্ত্র দিলেন পুলিশের ইসমাইল রুবেল

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

উত্তরের হিমবাহে কাঁপছে সারাদেশ। সমুদ্র উপকূলবর্তী মানুষের জীবনেও নেমে এসেছে স্থবিরতা। কনকনে শীতে শীতার্ত দরিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ালো পুলিশ সদস্য ইসমাইল হোসেন রুবেল।

রোববার(১৫জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগতির কলাকোপা গ্রামে শীতার্ত অসহায় ও দরিদ্র পরিবারের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন তিনি। এ সময় দেড় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রামগতি অনলাইন গ্রুপের আয়োজনে প্রধান অতিথি ছিলে সৌদি আরবস্থ রামগতি-কমলনগর সোসাইটির সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

সাবেক ইউপি সদস্য ইউসুফ লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইসমাইল হোসাইন বিপ্লব, মো. ফয়েজ আহমদ, সাদিয়া-মহসিন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশ্রাফ উদ্দিন ফরাজী, রামগতি অনলাইন গ্রুপের এডমিন নাহিদ বিন নাসির, কমলনগর ফ্রেন্ডস ফোরাম গ্রুপের এডমিন নাদিম হোসেন স্বজন।

আবুল বাছেত খোকনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মো. লিটন, মিজানুর রহমান সোহেল, মো. ইলিয়াছসহ আরো অনেকে।

এ বিষয়ে পুলিশ সদস্য ইসমাইল রুবেল বলেন, কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষের খুব কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকব।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.