বেগমগঞ্জের জমিদারহাট মানোয়ারা হাসপাতাল কে ১ লাখ টাকা জরিমানা

শেয়ার

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী বেগমগঞ্জের জমিদারহাট মানোয়ারা হাসপাতালে রোগীদের অপেক্ষা, ‘ডাক্তার’ দেখাবেন। চেম্বারের বাইরেও নামের আগে ‘ডাক্তার’ লিখা। সাধারণ মানুষ কিভাবে বুঝবে যাকে তারা সরল বিশ্বাসে ডাক্তার মনে করে হাসপাতালে এসেছেন তার ন্যূনতম এমবিবিএস ডিগ্রি নাই? ‘ডাক্তার’ নামধারী রোগী দেখা ব্যক্তি আসলে একজন মেডিকেল এসিট্যান্ট/স্যাকমো!!

দুইজন মেডিকেল এসিট্যান্ট/ স্যাকমো হাসপাতালের indoor/outdoor সকল রোগীদের যাবতীয় ট্রিটমেন্ট দিচ্ছেন
হাসপাতালের ল্যাবে যাবতীয় রিপোর্ট তৈরী হচ্ছে, অথচ নাই কোন প্যাথলজিস্ট!

আলট্রাসোনো করানোর কথা একজন ডাক্তারের, অথচ এটি নিয়মিত করাচ্ছেন নামের আগে ‘ডাক্তার’ লাগানো একজন মেডিকেল এসিস্টেন্ট/স্যাকমো!
হাসপাতালের অপারেশন থিয়েটারে ব্যবহৃত medical equiptments জীবাণুমুক্ত করার জন্য Autoclave মেশিনটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৪র্থ তলায় যেটি রীতিমত বড় অপরাধ। Medical equipments জীবাণুমুক্ত করা ছাড়া অন কল ডাক্তাররা অপারেশন কিভাবে করান এখানে??

এসব অভিযোগ আমলে নিয়ে জমিদারহাটস্থ মনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রাঃ) এন্ড নার্সিং হোমের দায়িত্বরত ম্যানেজারকে মোবাইল কোর্টের তফসিলভুক্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.