তেলাপোকা মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তেলাপোকা মারার বিষ খেয়ে জান্নাত (৪) ও ফাতেমা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাত ওই গ্রামের কাসেম মিয়ার মেয়ে এবং ফাতেমা একই গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে। উভয়ে সম্পর্কে আপন ফুফাতো বোন।

মৃতের পরিবারের সদস্যরা জানান, দুই শিশু জান্নাত ও ফাতেমা ঘরেই খেলা করছিল। এ সময় সবার অজান্তে খাটের নিচে থাকা তেলাপোকার বিষ চকোলেট ভেবে খেয়ে ফেলে।

পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু জান্নাতকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর কিছুক্ষণ পর সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশু ফাতেমাকেও মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, খেলতে গিয়ে তারা বিষ খেয়ে ফেলে।

কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে আবেদন করেছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.