জয়পুরহাটে র‍্যাবের অভিযানে চোরাই স্মাট ফোনসহ ব্যবসায়ী আটক

শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি:

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪২টি চোরাই স্মার্ট ফোন সহ ব্যবসায়ী আটক।

সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে র‍্যাব কাম্প থেকে জানানো হয়,র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার ১২ মে সন্ধায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সোনাইচন্ডী বাজারস্থ বিসমিল্লাহ্ মার্কেট হতে বিভিন্ন মডেলের মোট ৪২টি স্মার্ট ফোন সহ চোরাকারবারী আবু সুফিয়ান (২৪) কে হাতেনাতে আটক করেন।

আটককৃত আবু সুফিয়ান নাচোল উপজেলার সোনামাসনা গ্রামের নজরুল ইসলাম এর ছেলে।
উল্লেখ্য যে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কালোবাজারি মোবাইল বিক্রি করে আসছিল।

সে এসব চোরাই স্মার্ট ফোন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সংগ্রহ করে সোনাইচন্ডী বাজারসহ বিভিন্ন জেলায় বিক্রি করতো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.