চরভদ্রাসনে ভাষা শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭০ তম মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ খ্রিঃ পালিত হয়েছে।

২০ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্প স্তবক অর্পন করে ভাসা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়।এরপর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃহাফেজ কাওছার হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ, অফিসার ইনচার্জ মো:জিয়ারুল ইসলামের নেতৃত্বে চরভদ্রাসন থানা, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা আনছার ও ভিডিপি কার্যালয়, উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খানের নেতৃত্বে উপজেলা আ’লীগ ও অংগ সংগঠন, অংগসংগঠন, সভাপতি মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে চরভদ্রাসন প্রেস ক্লাব, সভাপতি আবুল কালামের নেতৃত্বে উপজেলা প্রেস ক্লাব, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান উপজেলা শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবদেন করেন।

পুস্প স্তবক অর্পন শেষে শহীদের বিদ্বেহী আক্তার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ঈমাম।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.