খুবিতে ক্যারিয়ার ম্যাপিং ও ২১ শতকের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেয়ার

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ম্যাপিং এবং ২১ শতকের দক্ষতাসমুহের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এইচআরএম (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) সোসাইটি’র আয়োজনে এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের সহযোগিতায় আজ (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে সেশনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নুর আলম। কো-চেয়ার হিসেবে ছিলেন একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুন্নবী বলেন, ইতিমধ্যে সময়ের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের শিক্ষার্থীদের নতুন নতুন দক্ষতার সাথে পরিচিত হতে হবে এবং সেগুলো অর্জন করতে হবে। ক্যারিয়ার মানে নির্দিষ্ট কোনো কাজ করা নয়, পুরো একটা পাথওয়ে।

অনুষ্ঠানটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিওয়াইএলসি এর ডেপুটি ম্যানেজার আনোয়ার সাদাত ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রিসান।এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইচআরএম সোসাইটির সভাপতি মিনহাজুল আবেদীন সম্পদ। তিনি বলেন, বর্তমান বিশ্বের সাথে নিজেকে তাল মিলাতে হলে নেতৃত্ব তৈরির কোনো বিকল্প নেই। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের আজকের আয়োজন। আমাদের ডাকে সাড়া দেয়ায় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার এর কাছে নিকট আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ ও সাংবাদিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.