কমলনগরে দোকানপাট বন্ধ ঘোষনা

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে ঈদের কেনাকাটায় স্বাস্থবিধি না মানা করোনা ঝুঁকিতে জেলার কমলনগর উপজেলাকে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন এই অবস্থায় পূর্বের ন্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি,কাঁচাবাজার সীমিত পরিসরে এবং ঔষধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে

রোববার (১৭ মে) দুপুরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী কাল (১৮ মে সোমবার) থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন শেষে ১০ মে জেলা উপজেলার প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। ঈদের কেনাকাটার জন্য উপজেলা শহর প্রত্যন্ত এলাকা থেকে ক্রেতারা বাজারে আসেন। কিন্তু কেউই স্বাস্থবিধি মেনে কেনাকাটা করছেন না। গায়ে গা লাগিয়ে দোকানের ভেতর জটলা সৃষ্টি করে বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতাবিক্রেতারা

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সামাজিক দুরত্ব আর স্বাস্থ্যবিধি কেউই মানছেননা। এতে করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে। তাই জনস্বার্থ জনস্বাস্থ্য উভয় বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমলনগর উপজেলায় পূর্বের ন্যায় সকল প্রকার দোকানপাট,শপিং মল অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহ আগামী ১৮ মে থেকে বন্ধ থাকবে

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.