রামগতিতে জনস্বার্থে আবারো লকডাউন ঘোষনা

শেয়ার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরী ঔষধ, খাদ্য ও নিত্যপণ্যের দোকান ব্যতিরেকে সকল প্রকার দোকান ও মার্কেট বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন জনস্বার্থে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে এ আদেশ জারি করে।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঔষধ, জরুরী খাদ্যপণ্য ও কাঁচা বাজার ব্যতিত সকল প্রকার দোকান ও মার্কেট বন্ধ ঘোষনা করা হয়।
সকল ধরনের সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল বন্ধসহ পূর্ব ঘোষিত সকল নির্দেশনা বলবৎ থাকবে। নিত্য প্রয়োজনীয় দোকান, মুড়ি ও কাঁচাবাজার সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে।
সার্বক্ষনিক খোলা থাকবে ঔষধের দোকান।

এছাড়াও উপজেলায় প্রবেশের দুই প্রবেশ পথ ও নৌপথে প্রশাসনের কঠোর নজরদারী চলমান থাকবে।
আদেশে আরো উল্লেখ করা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্র্বাহী অফিসার মো: আব্দুল মোমিন জানান, এ উপজেলার জনগনের স্বাস্থ্য সুরক্ষায় এবং ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। আল্লাহর রহমতে আমরা অনেক ভাল আছি। সকলে মিলে ভাল থাকার জন্য সবাইকে একটু কষ্ট করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.