‘আমরা ভোট দিলে বাইরে ভোটার দেখা যাবে না’

শেয়ার

 দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে আজ। এদের মধ্যে একটি কুমিল্লার লাকসাম উপজেলা।

বুধবার (৮ মে) সকাল  ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

তবে সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম। অন্যান্য সব কেন্দ্রের মতো নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরেও লোকজন কম দেখা গেল। মানুষের জটলা নেই সেখানে।

একটু পর পর মোবাইল টিম কেন্দ্র ঘুরে যাচ্ছে। বাইরে র‌্যাব টিমের টহল। ভোটার লাইনে ১৮-১৯ বয়সী পাঁচ-ছয়জন তরুণকে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া ভোটার ছিল হাতেগোণা।

অন্যান্য ভোটারদের মতো তারা কেন্দ্রে প্রবেশ করে ভোট দিচ্ছে না। গলায় একজন প্রার্থীর ব্যাজ ঝুলিয়ে তারা সারিতেই দাঁড়ানো।

আপনারা ভোট দিচ্ছেন না কেন জানতে চাইলে তরুণরা বলেন, ‘আমরা ভোট দিলে বাইরে ভোটার দেখা যাবে না। ’

এসময় আরেকজন তরুণ আঞ্চলিক ভাষায় বলে ওঠেন, ‘আন্নেরা সাংবাদিকেরা এডিট করি (ছবি এডিট করে ভোটার বেশি দেখানো) ভোটার বাড়াই দিয়েন। ’

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, এখানে মোট ভোটার ২৫৬০ জন। সব বুথে কিছু ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়বে বলে আশা করি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.