কমলনগরে জাল টাকা রাখার দায়ে ১৪ বছরের সাজা

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধ­ি ঃ

লক্ষ্মীপুরে কমলনগরে সাড়ে ৫ হাজার অবৈধ জাল টাকা রাখার দায়ে মো. হুমায়ূন কবির (৫৩) নামে এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

জেলা জজ আদালতের সরকারী কৌঁশুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামী হুমায়ূন কবির লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামের ভুট্টু মিস্ত্রি বাড়ির ছৈয়দ আহমেদের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৪ জুলাই রাত ১১ টার দিকে হুমায়ূন কমলনগরের ফজুমিয়ারহাট বাজারের হাওলাদার মেডিকেল হলে এক হাজার টাকার জাল টাকা দিয়ে ওষুধ কিনতে যান। দোকানী রাসেলের সন্দেহ হলে সে ওই নোট পাল্টে দিতে বলে। পরবর্তীতে হুমায়ূন আরেকটি এক হাজাট টাকার জাল নোট দেয়। এ সময় উপস্থিত লোকজন তাকে আটক করে কমলনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তার দেহ তল্লাশি করে আরও সাড়ে তিন হাজার টাকাসহ মোট সাড়ে পাঁচ হাজার জাল টাকা উদ্ধার করে।

পরদিন থানার উপপরিদর্শক আমির হোসেন বাদি হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে। ২০২১ সালের সেপ্টেম্বর মালার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অবৈধ জাল টাকা নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী হুমায়ূনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.