কমলনগরে ঐতিহাসিক ৭ মার্চ পালন

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর কমলনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কমলনগর উপজেলা পরিষদ প্রঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, কমলনগর পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন।

পরে উপজেলা পরিষদ প্রঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, জেলা সহকারী পুলিশ সুপার ( রামগতি সার্কেল) সাইফল আলম চৌধুরী,কমলনগর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ফেরদৌস আরা, কমলনগর থানা অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সফিক কমান্ডারসহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মকতা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ছাত্রছাত্রী বৃন্দ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.