কমলনগরে “আমার বাংলাদেশ” গ্রুপের পক্ষে ঈদ উপহার বিতরন

শেয়ার
মোঃ ফয়েজ, স্টাফ রিপোর্টার্স:
বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে নিজ ঘরে আটকে পড়া কর্মহীন শ্রমজীবী খেটে খাওয়া হতদরিদ্র মধ্যবিত্ত মানুষ এখন গৃহবন্দী। কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য করতে না পেরে অনেকে এখন মানবতের জীবন যাপন করছে।
জাতির এই ক্রান্তিকালে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় দরিদ্র মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ালো লক্ষ্মীপুরে কমলনগরের সামাজিক ও সাংস্কৃতিক গ্রুপ “আমার বাংলাদেশ”।
সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে প্রতিবারের মত জনসমাগম এড়িয়ে কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই বিভিন্ন সময় সহ বৃহস্পতিবার (২১জুন) সন্ধ্যায় পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী সংগঠনের সদস্যরা অসহায় ও মধ্যবিত্তের ঘরে ঘরে পৌঁছে দেন। দেশের এ সংকটময় মুহুর্তে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী হাতে পেয়ে এসব কর্মহীন, শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষ খুবই আনন্দিত। উপহার সামগ্রীর মধ্যে ছিলো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ সহযোগী সদস্যরা। সংগঠনের সদস্যারা বলেন,
জীবনের শেষদিন পর্যন্ত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দেশ-বিদেশের ধনী ও বিত্তবান সাদা মনের মানুষের আর্থিক সহযোগিতা পেলে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে আমাদের কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পারব।
আর সারা বিশ্বে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা ও যারা ইতোমধ্যে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.