৩০ হাজার ছাড়াল দেশে আক্রান্তের সংখ্যা

শেয়ার

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের ৭৬তম দিনে ৩০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬৯৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।

আজ শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, একই সময়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩২ জনে। নতুন করে ৫৮৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬ হাজার ১৯০ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ২৩ হাজার ৮৪১টি।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.