বইয়ের বিরুদ্ধে আন্দোলন

শেয়ার

রাগান্বিত মুসলিম ছাত্ররা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, বসন্ত প্রকাশনী, সেগুনবাগিচা, ঢাকা, কর্তৃক একটি ইসলাম পরিপন্থী বই প্রকাশের পর। বইয়ের নাম “ধর্ম ও করোনাভাইরাস” এবং বইয়ের লেখকের নাম মোঃ মোজাম্মিল হোসেন।

বিক্ষোপকারীরা দাবি করছে এই বই ইসলামের মূল শিক্ষাকে আক্রমণ করে। তারা দেখেছে যে লেখক করোনাভাইরাসকে ব্যবহার করে যুক্তি দেয় যে আল্লাহ নেই এবং ইসলামসহ অন্ন্য সকল ধর্ম মানবসৃষ্ট। এটা ইসলামিক দলগুলোকে ক্ষিপ্ত করে তুলেছে, যারা এই লেখকের মৃত্যু চায়। তারা অবিলম্বে লেখক ও প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা চায়।

আমাদের কাছে আরও তথ্য আসালে আমরা আপনাদের জানাবো।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.