রাজশাহীতে উদ্ধার কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

শেয়ার

রাজশাহী সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । মঙ্গলবার (১ নভেম্বর) রাতে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা সীমান্ত থেকে কষ্টিপাথরের এই মূর্তিটি উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

 বিজিবি জানায়, ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বিজিবির ৯ সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। মূর্তিটির ওজন ১০২ কেজি ৭২ গ্রাম।

যার আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা। মূর্তিটি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে। পরে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।   এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.