স্কুলের পাঠদান বন্ধ রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্টান চলাকালীন সময়ে বিকট শব্দের কারণে পাশের চর মেহের সরকারী প্রাথমিক বিদ্যালয়েও কোন পাঠদান দিতে পারেনি শিক্ষকরা। ফলে অভিভাবকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

বৃহস্প্রতিবার ( ২৯ অক্টোবর ) সকাল ১০ টায় শুরু হয়ে ৩ টা পর্যন্ত চলে। রামগতির প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তা স্কুলের শ্রেণীকক্ষে  এ গান বাজনা অনুষ্ঠিত হয়। একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে এবছর প্রায় সময় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে নাই। এছাড়া সরকারি অন্যান্য ছুটি থাকায় বছরের বেশিরভাগ সময়ই স্কুল বন্ধ থাকে। আবার ক্লাস বন্ধ রেখে এরকম গানের অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চিঠির আলোকে এ অনুষ্ঠান হয়েছে।

মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি মাইক চালিয়ে গান বাজনা চালানোর জন্য অনুমতি দেইনি। ঐ স্কুলের পাশে প্রাথমিক স্কুল আছে তা আমার জানা নাই।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.