সূর্যের ‘বিরল’ ছবি প্রকাশ !

শেয়ার

প্রথমবারের মতো সূর্যের ‘বিরল’ ছবি তুলেছে ভারতের মহাকাশযান আদিত্য-এল১।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মাইক্রো ব্লগিং সাইট টুইটে এসব ছবি প্রকাশ করেছে সংস্থাটি।

ইসরো জানিয়েছে, ছবিগুলো তোলা হয়েছে আল্ট্রাভায়োলেন্ট ওয়েভলেন্থের কাছে। এর মাধ্যমে সূর্যের আলোকময় বহিরাবরণ এবং বর্ণমণ্ডলের জটিল বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

আদিত্য-এল১ মহাকাশযানে ‘দ্য সোলার আল্ট্রাভায়োল্যান্ট ইমাজিং টেলিস্কোপ’ অথবা সুইট নামের একটি টেলিস্কোপ ক্যামেরা বসানো আছে। এটিই সূর্যের ২০০ থেকে ৪০০ এনএম ওয়েভলেন্থের মধ্যে ছবিগুলো ধারণ করেছে। সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.