শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরপরই বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন মোদি

শেয়ার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা দুপুরে নয়াদিল্লি পৌঁছেছেন। সন্ধ্যায় পৌঁছবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, আজ তিনি তাঁর বাসভবনে তিনটি বৈঠক করবেন। প্রথমটি মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে, দ্বিতীয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৃতীয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।

বৈঠকগুলোতে ওই দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা জোরদারে জোর দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী ১৫টি দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.