শুরু হলো মর্যাদার ঢাকা প্রিমিয়ার লিগ

শেয়ার

ঢাকার ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের পর্দা উঠেছে বুধবার। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা লিওপার্ডের মধ্যেকার ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই টুর্নামেন্টের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, ম্যাচ রেফারিদের প্রধান রাকিবুল হাসান ও সিসিডিএমের প্রধান সমন্বয়ক আমিন খান। এছাড়াও ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের ডেপুটি এক্টিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

প্রিমিয়ার লিগের প্রথম দিনে মোট তিনটি ভেন্যুতে হচ্ছে খেলা। মিরপুরে শেখ জামাল-ঢাকা লিওপার্ড মুখোমুখি হয়েছে। এছাড়া বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সিটি ক্লাব ও ফতুল্লায় লিজেন্ডস অব রুপগঞ্জের সঙ্গে লড়ছে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব।

মোট ১২ দল অংশ নিচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে। এর মধ্যে ছয় দল সুপার লিগে উঠবে। সেখান থেকে নির্ধারিত হবে আসরের চ্যাম্পিয়ন দল।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.