শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রায়পুরে মানববন্ধন

শেয়ার

প্রদীপ কুমার রায়ঃ
ঢাকা সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে মির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পড়িয়ে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ আ ন ম নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় পৌরশহরের প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রায়পুর উপজেলা কলেজ শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, রায়পুর উপজেলা জমিয়তুল মোদারেসিন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সহস্রাধিক শিক্ষক। বক্তব্য রাখেন মােঃ সাইফুদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ হারুনুর রশিদ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, মোঃ আমির হোসেন, বলরাম মজুমদার, জ্যোতির্ময় মজুমদার, মোঃ আবু সায়েম চৌধুরী প্রমুখ ‘সহস্রাধিক শিক্ষক অংশ নেন ‘।

বক্তারা বলেন, প্রভাষক উৎপল কুমার হত্যার সাথে যারা জড়িত তাদেকে আইনের আওতায় এনে অবশ্যই হত্যাকারীদেও বিচার করতে হবে। এছাড়া শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় শিক্ষক সুরক্ষা আইন করারও জোর দাবি জানান শিক্ষকবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.