রায়পুরে বছরের প্রথম দিনে বই হাতে ভীষণ খুশি শিক্ষার্থীরা

শেয়ার

প্রদীপ কুমার রায়:

বছরের প্রথম দিনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

রবিবার ( ১ জানুয়ারী) বেলা ১১টায় রায়পুর মাচ্চের্ন্টস একাডেমী উচ্চ বিদ্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিপু সুলতান , রায়পুর মাচ্চেন্টস একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।

এদিকে ঐতিহ্যবাহী এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন মাঠে বই উৎসবের উদ্বোধন করা হয়।

নতুন বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ভীষণ খুশি। জনকল্যান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শেণীর শিক্ষার্থী সৃজন রায় নতুন বছরের বই হাতে পেয়ে আনন্দে নেচে উঠেন। তার মা লিপিকা হাওলাদার বলেন, শিক্ষায় আমরা যে এগিয়ে যাচ্ছি বছরের প্রথম দিনে বই হাতে পাওয়া সরকারের কথার সাথে কাজের প্রমান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.