রামগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত

শেয়ার

নতুন বই পেলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হয়
……..আনোয়ার খান এমপি।

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, দীর্ঘ দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এ বছর রামগঞ্জে বই উৎসব করতে পেরেছি। কারণ আমরা এখন সুরক্ষিত। নতুন বই হাতে পেলে যেমন শিক্ষার্থীদের মন ভালো হয় ঠিক তেমনি লেখাপড়ায় আরো মনোযোগী হয়।
আজ রবিবার সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

এদিন, উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,রামগঞ্জ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়, মাছিমপুর উচ্চ বিদ্যালয়, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়, নুনিয়াপাড়া আলিম মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন তিনি।
আনোয়ার খান এমপি বলেন, সরকার শিক্ষার্থীদের হাজার হাজার কোটি টাকার বই বিনামূল্যে দিচ্ছে। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে।
এসময় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন, পৌর ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী প্রমুখ।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.