রায়পুরে পুলিশের গাড়িতে হঠাৎ আগুন : আহত ২

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে তেলের লাইন ফুটো হয়ে সহকারী পুলিশ সুপারের গাড়িতে আগুন লেগে যায়। শুক্রবার দুপুরে রায়পুর থেকে হাজিমার ফাঁড়ি থানায় যাওয়ার পথে পাটওয়ারী রাস্তার মাথায় রেয়ার মডেল মাদ্রাসার সামানে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে লক্ষ্মীপুরে থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গাড়িতে থাকা রায়পুর-রামগঞ্জ নবগঠিত সার্কেল অফিসের সহকারি পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও তার বডিগার্ড ইমদাদুল আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার পঙ্কজ কুমার দে সাংবাদিকদের বলেন, হাজিমারা ফাঁড়ি যাওয়ার পথে পাটওয়ারী রাস্তার মাথা হয়ে “রেয়ার মডেল মাদ্রাসার” সামনে গেলে হাঠাৎ গাড়ির সামনের অংশে আগুন জ্বলে উঠে। গাড়ি থেকে ড্রাইভার ও বডিগার্ড দ্রুত নেমে যায়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি বন্ধ হয়ে যায়। আমি গাড়ির ভিতরে আটকা পড়ি। পরে ড্রাইভারের চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। এসময় আমি এবং আমার নিরাপত্তা কর্মী আহত হই। গাড়িটি পুরানো এবং গাড়িতে বিভিন্ন যান্ত্রিক সমস্যা থাকায় পূর্বে একাধিকবার উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানীতে স্থানীয় জগনগের সহযোগীতায় আমরা প্রাণে বেঁচে যাই

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.