রায়পুরে গৃহবধূ হত্যার ক্লু উদঘাটন, জড়িত সোহাগের স্বীকারোক্তি

শেয়ার

প্রদীপ কুমার রায়ঃ

লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূ (২৪) হত্যা ও ধর্ষণের ঘটনায় মো. সোহাগ হোসেন (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে তাঁকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গৃহবধূর ব্যবহৃত মোবাইলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মো. রফিক নামে একই এলাকার তাঁর অপর এক সহযোগী এখনো পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর বিকেলে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে হত্যা ও ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহাগ।

এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া। সোহাগ হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চরপলোয়ান এলাকায় সুপারিবাগানে প্রায় বিবস্ত্র অবস্থায় ওই নারীর মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, আসামি সোহাগ হোসেনের সঙ্গে প্রেমের টানে ওই গৃহবধূ গত ১৬ আগস্ট বাড়ি থেকে বের হন। সোহাগের বন্ধু রফিকের প্রলোভনে সোহাগ ওই গৃহবধূকে রফিকের মামার বাড়ি রায়পুর নিয়ে আসেন।

এরপর তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। অপর আসামি একই এলাকার রফিক বর্তমানে পলাতক রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.